গরমের ছুটি এসে গিয়েছে, আর মার্ক একটি দারুণ রোমাঞ্চকর সময়ের জন্য তৈরী!কিন্তু যখন তার মা আর বাবা জানিয়ে দেন যে, পরিবারের সকলে একটি ক্যাম্পিং অভিযানে যাচ্ছে, মার্ক ভয় পেয়ে যায়।মার্ক কি তার অন্ধকারের ভয়কে জয় করে অভিযানটি উপভোগ করতে পারবে?Vis mere